
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝেও চলমান থাকছে ছেলেদের আইপিএল। তবে মেয়েদের আইপিএল খ্যাত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতাটি স্থগিত করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। ক্রিকইনফো জানাচ্ছে, কঠিন এই মুহূর্তে বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না দেখেই এমন সিদ্ধান্ত নিতে পারেন আয়োজকরা। কারণ বিভিন্ন দেশ থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অনেকগুলো চ্যালেঞ্জের সামনে পড়তে হবে বিসিসিআইকে। বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড় আনার বেলায়। গত বছর যেকয়জন বিদেশি খেলোয়াড় টুর্নামেন্টে ছিলেন। এদের মাঝে বাংলাদেশ থেকে ছিলেন দুজন- জাহানারা আলম ও সালমা খাতুন। সাধারণত মেয়েদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ছেলেদের আইপিএলের প্লে-অফের সময়টায়। এবারের আইপিএল ৬ শহরে অনুষ্ঠিত হলেও মেয়েদের টুর্নামেন্টের জন্য বিসিসিআইয়ের পরিকল্পনায় ছিল একটি শহর-দিল্লি। তাও অবশ্য করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে। এখন নতুন করে পরিকল্পনা পাল্টায় কিনা সেটাই দেখার বিষয়।