দিনাজপুর বার্তা২৪ ডেক্স: রাজশাহীর তানোরে স্ত্রীকে ডিভোর্স দেয়ায় ২২বিঘা জমির আলু ৭দিন ধরে জমিতে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৫জনকে আসামী করে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের আবু বক্কারের পুত্র জুয়েল (৩২) ও হাসনা পাড়া চৈরখৈর গ্রামের আলাউদ্দিন সিয়ারে ময়েনপুর মাঠে ২২বিঘা জমিতে আলু’র চাষ করেছেন। এঅবস্থায় জুয়েল তার স্ত্রী ময়েনপুর গ্রামের বেলালের কন্যাকে ডিভোর্স দিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। এঅবস্থায় শ্বশুর বেলাল উদ্দিন তার লোকজন জোরপূর্বক আলু গুলো আটকে রেখেছে। এঘটনায় হাসনা পাড়া চৈরখৈর গ্রামের আলাউদ্দিন আলী বাদি হয়ে বেলাল উদ্দিন ও তার ৪ পুত্রসহ ৫জনকে আসামী করে গত বৃহস্পতিবার তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে, আলু গুলো জমি থেকে তুলে মাঠে খোলা অবস্থায় মাঠে পড়ে থাকায় আলু নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর্জা আব্দুস সালাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।