দিনাজপুর বার্তা২৪ ডেক্স: রাজশাহীর তানোরে গতকাল শুক্রবার বিকালে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভূট্রার মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, তানোর-গোদাগাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, তানোর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ- আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, তালন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট মুক্তিযোদ্বা আব্দুর রাজ্জাক, সাবেক তালন্দ ইউনিয়নের চেয়ারম্যান বাবু প্রদীপ কুমার মজুমদার, তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা বেগম, সহকারী প্রধান শিক্ষক মোল্লা বেলাল বাকী, তানোর সার ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু, আ’লীগ নেতা মোজাম্মেল হক, সাবেক কাউন্সিলার পিয়ারুল হক, সমাজ সেবক সোহেল রানাসহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। এসময অনুষ্ঠাটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা সাইফুল্ল্ আহম্মেদ।