নবাবগঞ্জ(দিনাজপুর) ॥ দিনাজপুরের নবাবগঞ্জে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় উপসি আউশ ও নেরিকা আউশ চাষাবাদে সহায়তার জন্য কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক কৃষকদের হাতে এ বীজ ও সার তুলে দেন। এ সময় উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ রহিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোঃ মোশরাফ হোসেন, মোঃ সাদেকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান (মানিক), উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ রায়হানুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।