দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে সর্বনাশা শিলা বৃষ্টিতে কৃষকের মাথায় হাত
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১, ২০১৮, ১:০৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,০৬৬ বার |

পঞ্চগড় প্রতিনিধি একরামুল মুন্না: বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে প্রচন্ড শিলা বৃষ্টি হয়েছে গত শুক্রবার। প্রথমে শুনা যায় মেঘের গর্জনের বিকট শব্দ ও শনশন বাতাস এবং পরে চারিদিকে অন্ধকারাছন্ন হয়ে পরে। যখন মাঠ, ঘাট ফেটে চৌচির হয়ে যায় তখনি বৃষ্টির পানিতে ফিরে পায় প্রাণের সজীবতা। কৃষকের মাঠে চাষ করে রকমারি ফসল যা দিয়ে কৃষকের দু-মুঠো ভাত উঠে মুখে। শুক্রবার সকালে হঠাৎ করে শুরু হয় বাতাস, বৃষ্টির সেই সাথে পাথর। কিছুক্ষুন ভারী বৃষ্টি বর্ষন হয়ে থেমে যায় পরে আবার বাতাস, বৃষ্টি ও পাথর পড়া শুরু হয়। এই ভারী শিলা বৃষ্টিতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা পানি হাগা, খুনিয়া পাড়া, বীশমনি, সেকের হাট, পানীমাছ, বাবনপাড়া, ছলিয়া পাড়া, দলুয়া পাড়া, প্রধান পাড়া, ফকির পাড়া, আমকাঠাল, জিয়া বাড়ী, ফুল পাড়া, গলেহা, টুনিরহাট, আমতলা, হাড়িভাসা, অমর খানা, মীরগড়, বোর্ড অফিস, তেঁতুলিয়া সহ বিভিন্ন এলাকায় কৃষকের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। কৃষকদের টমেটো, বাদাম, ধান, গম, ভূট্রা, ধান সহ আমের মুকুল ঝরে পড়ে এতে পঞ্চগড়ের কৃষকরা হতাশ। বীশমনি গ্রামের কৃষক মো: নজরুল ইসলাম জানান আমি একজন সাধরণ কৃষক, আমি জমি বর্গা নিয়ে ফসল ফলাই যা পাই তা দিয়ে সংসার চালাই, আমার দুবিঘা জমিতে টমেটো চাষে অনেক ক্ষতি হয়েছে এখন আমি নিরুপায়। শিলা বৃষ্টিতে কৃষকেরও অনেক ক্ষতি হয়েছে যা পুশিয়ে নিতে অনেক ক্ষতি হয়ে দারাবে বলে জানান। আম বাগান মালিক ইকবাল হোসেন জানান আমার আম বাগানের সব গাছের মুকুল ঝরে পরেছে এতে আমার অনেক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন জানান আমরা কৃষকদের ক্ষতি নিয়ে চিন্তিত্ব।

এই পাতার আরো খবর -
২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:০২ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:১১ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৩৬ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:২০ অপরাহ্ণ
এশা রাত ৭:৩৭ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়