বোচাগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো সমলয় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের উদয় সাকুয়া মৌজার ৫০ একর ফসলি জমিতে রাইসপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপনের শুভ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ।
বৃহস্পতিবার সকালে ফসলের মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে ১৯৯৬ সালে। যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব নেন। খাদ্য উৎপাদন বাড়ানো সরকারের যে পদক্ষেপ এর সুফল শুধু যারা কৃষক তারাই পাবেনা সমগ্র দেশবাসী পাবে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা একটি খাদ্য উৎপাদনকারী দেশ। অনেক দেশ আছে যাদের কোন খাদ্য উৎপাদন নাই। যারা পুরোটাই ইনপোর্ট করে। আমরা খাদ্য উৎপাদন করে নিজের চাহিদা পুরণ করছি এবং বাইরেও পাঠাচ্ছি। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর একক একটা ইতিবাচক দৃষ্টি ভঙ্গির কারণে। জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কৃষকদের জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন তারই ধারাবাহ্যিকতায় দেশ রতœ শেখ হাসিনা কৃষকদের জন্য আধুিনক পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করেছেন। এতে কৃষক লাভবান হবে, দেশ লাভবান হবে। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নয়ন কুমার সাহা। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।