বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল গত ২৫ জুলাই বোচাগঞ্জ নাহিদ চৌধুরীর চাতালে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে পিনাক চৌধুরী সভাপতি, সফিকুল ইসলাম সাধারণ সম্পাদক এবং হারেসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক (খ) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল নয়টা থেকে টানা বিকেল তিনটা পর্যন্ত এসব পদের জন্য গোপন ব্যালটের ভোট হয়। উপজেলার ৪৭৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পর্ব পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহাবুব রব্বানীর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি। বিকেল সাড়ে চারটায় নাহিদ চৌধুরীর চাতালের মঞ্চে কাউন্সিলের আলোচনা পর্বের কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ লুৎফর রহমান মিঠু, জেলা যুগ্ম আহবায়ক মো: আক্তারুজ্জামান মিয়া, কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ রোজিনা ইসলাম ও জেলা যুগ্ম সম্পাদক মো: হাসানুজ্জামান। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দও সভায় বক্ত্য রাখেন। কাউন্সিলের প্রধান অতিথি ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি গঠণের জন্য ওই তিনটি পদে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।