ঢাকাশনিবার , ৫ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা তথ্য অফিস কর্তৃক মহিলা সমাবেশ অনুষ্ঠিত ।

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ৫, ২০২০ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম ডেস্ক : ‘গ্রামীণ জনগোষ্ঠী উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস, দিনাজপুর আজ ৫ই ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ দিনাজপুর সদর উপজেলার আমিনুল ইসলাম জনকল্যাণ ট্রাস্ট প্রাঙ্গণে মহিলা সমাবেশের আয়োজন করে। সিনিয়র তথ্য অফিসার মো. মশিউর রহমান মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন। আমিনুল ইসলাম জনকল্যাণ ট্রাস্টের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম বাবলু এর সভাপতিত্বে উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর মো: সানিউল ফেরদৌস। অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি অংশগ্রহণ কারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, আইসিটিসহ অনেক সেক্টরে উন্নতি হয়েছে। কিন্তু উন্নয়ন ধরে রাখাটাই বর্তমান বাংলাদেশের চ্যালেন্জ। যেখান এখনও মানুষ গুজব বিশ্বাস করে, ধর্মীয় বিষয় নিয়ে অপব্যাখ্যা হয়। কাজেই, আমাদের সকলে এ বিষয়ে সচেতন থাকতে হয়। তিনি আরো বলেন, আমাদের বাল্যবিয়ে, মাদকের অপব্যবহার থেকে দূরে থাকতে হবে এবং মানুষকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে। আর সামাজিক ব্যাধি দূর করতে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যদি এসব ক্ষেতে সফল হই, তবেই, বাংলাদেশের জনগণের জীবযাত্রার মান বেড়ে যাবে। কাজেই, নারীপুরুষ নির্বিশেষে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোছা: রুনা পারভীন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মাহবুব সেলিম বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী তথ্য অফিসার মো: সোহেল মিয়া। অনুষ্ঠানে প্রায় শতাধিক মহিলা ও পুরুষ অংশগ্রহণ করে।

– প্রেস বিজ্ঞপ্তি, জেলা তথ্য অফিস, দিনাজপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।