
দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ অগ্নিকান্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেবীগঞ্জ এন.এন.সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪ জুন) সকাল ১১টায় দেবীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহযোগিতায় এ মহড়া উদ্বোধন করেন মোঃ রাজিব ভূইয়া,ষ্টেশন অফিসার, দেবীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ এন.এন.সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, দেবীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর লিডার মোঃ আসাদুজ্জামান ও মোঃ মনজুরুল ইসলাম, দেবীগঞ্জ এন.এন.সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্ররা।
পরে ছাত্রদের সামনে কিভাবে অগ্নি নির্বাপন করতে হবে সেই প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।