ঢাকাশুক্রবার , ২১ এপ্রিল ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর সরকারী শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে ঈদ উপহার তুলে দিলেন নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ২১, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর শহরের রাজবাটিস্থ সরকারী শিশু পরিবার ও শান্তিনিবাসে বসবাসরতদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি ও পাঞ্জাবি তুলে দিলেন প্রধান অতিথি দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে শহরের রাজবাটিস্থ সরকারী শিশু পরিবারের বালকদের মাঝে এবং শান্তিনিবাসে বসবাসরত বৃদ্ধাশ্রমের পুরুষ ও মহিলাদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শাড়ি ও পাঞ্জাবি উপহার তুলে দিলেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ।

 এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, এনডিসি সরকার মামুনুর রশিদ ও সরকারী শিশু পরিবারের উপতত্ত¡াবধায়ক মাহমুদা নুসরাত জাহান প্রমুখ।

 নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ এর দেয়া ঈদ উপহার (শাড়ি ও পাঞ্জাবি) পেয়ে খুব খুশি হয়েছেন শান্তি নিবাসের বৃদ্ধাশ্রমে বসবাসরত মহিলা ও পুরুষ এবং সরকারী শিশু পরিবারের ছোট ছোট শিশুরা। তারা বলেন, আমরা এই ঈদে খুব আনন্দ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।