
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের রাজবাটিস্থ সরকারী শিশু পরিবার ও শান্তিনিবাসে বসবাসরতদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি ও পাঞ্জাবি তুলে দিলেন প্রধান অতিথি দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে শহরের রাজবাটিস্থ সরকারী শিশু পরিবারের বালকদের মাঝে এবং শান্তিনিবাসে বসবাসরত বৃদ্ধাশ্রমের পুরুষ ও মহিলাদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শাড়ি ও পাঞ্জাবি উপহার তুলে দিলেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, এনডিসি সরকার মামুনুর রশিদ ও সরকারী শিশু পরিবারের উপতত্ত¡াবধায়ক মাহমুদা নুসরাত জাহান প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ এর দেয়া ঈদ উপহার (শাড়ি ও পাঞ্জাবি) পেয়ে খুব খুশি হয়েছেন শান্তি নিবাসের বৃদ্ধাশ্রমে বসবাসরত মহিলা ও পুরুষ এবং সরকারী শিশু পরিবারের ছোট ছোট শিশুরা। তারা বলেন, আমরা এই ঈদে খুব আনন্দ করবো।
