
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত দু’জন গুণী শিক্ষক “সন্তোষ গোপাল বর্মন স্মারক গ্রন্থ” ও “মোহাম্মদ নূরুল হোসেন স্মারক গ্রন্থ” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে ঐ স্কুলের প্রাক্তন ছাত্র গিরিন চন্দের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে স্মারক গ্রন্থ দু’টির বিভিন্ন দিক ও সাবেক দু’জন গুণী শিক্ষক নিয়ে স্মৃতিচারণ মূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, ডাঃ রফিকুল ইসলাম,কবি ও সাহিতিক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা এ বি এম ইউনুস খোকা, প্রকৌশলী সামসুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজার রহমান, প্রকৌশলী হারুন আর রশিদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ল²ী রাণী বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাহিতিক প্রবীর চন্দ নয়ন, অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশ চন্দ অধিকারী, সহকারী অধ্যাপক ফেরদৌস বেগম চায়না, সহকারী অধ্যাপক ও শিক্ষাবীদ এমরান আল আমিন, বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক প্রমুখ। এ সময় দু’জন গুণী শিক্ষকের পরিবারবর্গ, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। দু’জন গুণী শিক্ষককের স্মারক গ্রন্থ দু’টির সম্পাদনা করেছেন সাহিত্যিক ও উন্নয়ন কর্মী মোঃ মাজেদুল ইসলাম বাবুল ও সামসুল আলম। স্মারক গ্রন্থ দু’টিতে লিখেছেন দু’জন গুণী শিক্ষকের ছাত্র ও সহকর্মীরা।