দিনাজপুর বার্তা২৪.কম ॥ ॥ দিনাজপুরে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের নতুন শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ মে সকাল ১১টায় দিনাজপুর শহরের গণেশতলাস্থ নর্দাণ প্লাজায় এর উদ্বোধন করেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, সাবেক সভাপতি খায়রুল আনম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু, শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলামসহ দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ।
দিনাজপুর ২২ তম শাখার উদ্বোধন করে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার জানান, এটি শ্রীলংকা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি কোম্পানী। অপ্রতিদ্বন্দী সেবা ও পন্য নিয়ে এই অঞ্চলের মানুষের চাহিদা পুরনেই দিনাজপুরে এই শাখার উদ্বোধন করা হলো। তিনি লংকাবাংলার সফলতা কামনা করে দিনাজপুরবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কেক ও ফিতা কেটে এই শাখার উদ্বোধন করা হয়। এছাড়াও এই শাখার সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।