
স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় গুজবে নয় সচেতনতামুলক কার্যক্রমে উৎসাহিত হওয়ার আহবান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর এর উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান। পাশাপাশি নিজ ও পরিবার তথা দেশবাসীর সুরক্ষা নিশ্চিতে মাস্ক ব্যাবহার ও সামাজিক দুরত্ব বজায় রেখে সকল প্রকার স্বাস্থ্যবিধি প্রতিপালনের অনুরোধ জানান তিনি।
গতকাল বুধবার দুপুরে দিনাজপুর শহরের বিভিন্ন সড়কে মাস্ক ও সচেতনতা মুলক লিফলেট বিতরন কালে এসব কথা বলেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর এর উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান। জেলা ইমাম সমিতির উদ্দেগে আয়োজিত এ কর্মসুচিতে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ রফিকুল্লাহ মাজহিরি,সাংগঠনিক সম্পাদক মুফতি সোয়াইবুর রহমান,ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর এর ফিল্ড অফিসার এ.বি.এম.জি কিবরিয়া সহ আরো অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।