ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৯, ২০২১ ৩:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ “মুজিববর্ষের অঙ্গীকার, নিরাপদ কর্মপরিবেশ হোক সবার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২১ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর’র আয়োজনে গতকাল বুধবার সকালে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর’র উপ-মহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু লাবরেস প্লাবনের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী মহাপরিদর্শক (সেফটি) মোঃ দীন আমিন সরকার। সভায় আরো বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তর’র দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর’র উপ-পরিচালক মোহাঃ আবুল বাসার, বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতি, দিনাজপুর জেলা শাখার সভাপতি এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, দিনাজপুর এর পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন, কাজী ফার্মস গ্রুপ, পঞ্চগড় রিজিওন’র সহকারী মহাব্যবস্থাপক মোঃ হাফিজ উদ্দিন প্রমূখ।
এছাড়া ভার্চুয়াল আলোচনা সভায় আরও সংযুক্ত ছিলেন ট্রিলিয়ন গোল্ড লিঃ, ফতেজংপুর, চিরিরবন্দর এর ডিজিএম ও সাবেক মেজর মোঃ মাহাবুর রহমান, জেমকন লিঃ (ইলেকট্রিক পোল তৈরির কারখানা), ধাক্কামারা, পঞ্চগড়, ল্যাবএইড ডায়াগনস্টিক লিঃ, জোড়া ব্রীজ, দিনাজপুর, পপুলার ডায়াপনস্টিক লিঃ, উপশহর, দিনাজপুর, মির্জা গ্রুপ, ফুলবাড়ী, দিনাজপুর, আরনু জুট মিল, বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুর এর প্রতিনিধিগনসহ কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীগন। এনজিও প্রতিনিধি হিসেবে সভায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর’র ম্যানেজার অরবিন্দ গোমেজ।
এদিকে একইদিন দুপুর সাড়ে ১২ টায় জিয়া অটো রাইস মিল, পুলহাট, দিনাজপুর এ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ-মহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাপরিদর্শক (সেফটি) মোঃ দীন আমিন সরকার। জিয়া অটো রাইস মিলের ক্যাশিয়ার বাবুল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।