ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সুস্থ থাকার জন্য খাদ্যের গুনগত মান বাড়াতে হবে: শিবলী সাদিক এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
জুলাই ২৬, ২০১৭ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :-  দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন সুস্থ থাকার জন্য খাদ্যাভাস ও খাদ্যের মান বাড়াতে হবে। বর্তমান সময়ে ভেজাল এবং বিষযুক্ত খাবার খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ডায়াবেটিকস, কিডনি ও হৃদরোগ এর অন্যতম। সে জন্য ভেজাল খাদ্যের বিরুদ্ধে বেশি বেশি করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে। বুধবার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন সরকারের গৃহিত উন্নয়নমূলক কাজের যাতে সঠিক বাস্তবায়ন হয় সেদিকে সকলের সহযোগিতা করা দরকার। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওই সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরুল ইসলাম, কুশদহ ইউ,পি চেয়ারম্যান আবু সাহাদৎ মোঃ সায়েম আলী ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান। সভায় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, থানা কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর অনুষ্ঠিত হয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের(১ম রাউন্ড) অবহিত করন সভা। সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জানান, আগামি ৫ আগস্ট উপজেলায় ২২ হাজার ২০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শেষে সংসদ সদস্য শিবলী সাদিক ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইনডেজিসাস প্রকল্পের আওতায় আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি ও প্রাথমিক চিকিৎসা সহায়তার টাকা বিতরন করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।