ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

নিজ নিজ অবস্থান থেকে একটি করে হলেও গাছ লাগান: শিবলী সাদিক এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
জুলাই ৩০, ২০১৭ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :-  দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন সকলেই নিজ নিজ অবস্থান থেকে একটি করে হলেও গাছ লাগান। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা সহ নিজেকেও লাভবান করে। ফলের বাগান করে অধিক লাভবান হওয়া যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫% গাছ থাকার প্রয়োজন। সেখানে বর্তমানে রয়েছে মাত্র ৯%। এ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই গাছের সংখ্যা বাড়াতে হবে।  রবিবার নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন। উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ আবুরেজা মোঃ আসাদুজ্জামান। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায়  উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকি,থানা কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, সাদেক আলী, আমির হোসেন ও আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণ কারী প্রত্যেকের মাঝে প্রধান অতিথির পক্ষ থেকে একটি করে পেয়ারা গাছের চারা বিতরন করা হয়। সভায় ৩ জন ফল চাষীর মাঝে পুরস্কার বিতরন করা হয়। এর পূর্বে প্রধান অতিথি বৃক্ষ মেলা উপলক্ষ্যে র‌্যালিতে যোগদান,  উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন ও ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।