দিনাজপুর বার্তা২৪.কম : বিভাগীয় প্রশাসন রংপুর আয়োজনে এবং একসেস টু ইনফরমেশন প্রগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়-এর সহযোগিতায় ৩-৫ এপ্রিল ৩ দিন ব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ দিনাজপুর থেকে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছি বিভিন্ন প্রতিযোগি। তাদের মধ্যে “গ” গ্রুপে আমার চোখে ডিজিটাল বাংলাদেশ বিষয় বস্তুু উপস্থাপন করায় প্রথম স্থান অর্জন করে দিনাজপুরের অম্লান মোস্তাফিজ। অম্লান মোস্তাফিজ দিনাজপুরের সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ’র শিক্ষার্থী। ৩ দিন ব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ৫ এপ্রিল বিকেলে রংপুর জেলা পরিষদ কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোঃ আনওয়ার হোসেন, রংপুর বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মোঃ জাকির হোসেন, রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব প্রমুখ।