দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুরে ৯৮ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার বেলা ১২টায় দিনাজপুুুর র্যাব-১৩ এর উপ-পরিচালক মেজর সৈয়দ ইমরান হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বিরল উপজেলা আকর গ্রামে অভিযান চালিয়ে মো: আলাউদ্দিন (৪০) পিতা মো: মোখলেছুর রহমান’কে ৯৮ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করে। আটক মো: আলাউদ্দিন দীর্ঘদিন যাবৎ গাইবান্ধা এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দিনাজপুরের বিরল সহ আশেপাশে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
আটক মো: আলাউদ্দিন কে দিনাজপুর বিরল থানার সপর্দ করা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।