ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ এর উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ।।

অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুর সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৭ ফেব্রুয়ারি, ২০২০ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর সঙ্গীত শিল্পী কল্যান পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ এর সভাপতিত্বে এবং মোঃ হাবিবুল হক তুষার এর সন্চালনায় অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগীত শিল্পী কল্যাণ পরিষদের উপদেষ্টা দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্‌সী বাচ্চু।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল, সংগীত শিল্পী কল্যাণ পরিষদের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক ও অধ্যক্ষ আনারুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন কল্যাণ পরিষদ এর সহ-সভাপতি হাসান আলী শাহ, সাধারন-সম্পাদক প্রশান্ত কুমার রায়।

আলোচনায় বক্তারা বলেন-একুশ না হলে চেতনাবোধ হতো না। একুশকে লালন করবো, অপসংস্কৃতিকে ধিক্কার দিবো। আমরা সকলে ভাই ভাই, প্রত্যেকে প্রত্যেকের তরে, হাতে হাত রেখে একসাথে কাজ করবো।

” আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।” এ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রথমে সম্মেলক সংগীত পরিবেশন করেন শিল্পী হাসান আলী শাহ’র নেতৃত্বে শিল্পীরা । একক সংগীত পরিবেশন করেন হাসান আলী শাহ্, ফেরদৌসার রহমান, শফিকুল ইসলাম বকুল, প্রশান্ত কুমার রায়, শম্ভু নাথ ঘোষ, সারোয়ার হোসেন, মো. হাবিবুল হক তুষার, শিমুল কর্মকার, হাফিজা শারমিন সুমি, পম্পি সরকার, অমৃত রায়, অশোক কুমার দাস, রাইসা তাসনিম, ডলফি দিশা, নোভা দেব চৈতি।

যন্ত্রে সহযোগিতা করেন গীটারে – শাওন ও মার্শাল, তবলায় – নোটন সরকার ও মদন কুমার, কি বোর্ডে – হাসান আলী শাহ ও অশোক কুমার দাস, প্যাড ড্রামে – বোদন ও শাহিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।