স্টাফ রিপোর্টার ॥ সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের অংশ হিসেবে ৩ জুলাই শনিবার বিকেলে দিনাজপুর শহরের মহারাজা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে বিধি নিষেধ অমান্য করায় ১৬টি মামলায় ৪৮০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় জেলা ইমাম সমিতির উদ্দেগে মাস্ক বিতরন করা হয়। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর দিনাজপুর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ রফিকুল্লাহ মাজহিরি। এদিকে সদর উপজেলায় আক্রান্তের হার বেশি হওয়ায় ৩ সপ্তাহের লকডাউন চলামান। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ বলেন লকডাউনের সুফল হিসেবে সদর উপজেলায় করোনা সংক্রমনের হার কমতে শুরু করেছে। তিনি বলেন নিজ ও পরিবার তথা দেশবাসীর সুরক্ষা নিশ্চিতে অবশ্যই আমাদের সরকারি বিধিনিষেধ গুলো মেনে চলতে হবে। এছাড়া লকডাউন পরিস্থিতিতে সরকারিভাবে মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। তাই অতি প্রয়োজন ব্যাতীত সকলকে ঘরে অবস্থান করে করোনার ভয়াবহ ছোবল থেকে দেশবাসীকে সুরক্ষা করতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার শক্ত প্রাচীর গড়ে তোলার আহবান জানান তিনি। সিভিল সার্জন সুত্রে জানা যায়, গেল ২৪ঘন্টায় দিনাজপুরে করোনা শনাক্তের হার ২১শতাংশ ও মারা গেছেন ২জন।