ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে বিদেশি পিস্তলসহ দুইজন আটক

মোফাচ্ছিলুল মাজেদ
আগস্ট ১৭, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

ষ্টাফ রিপোটার : দিনাজপুরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের বড়গ্রাম ছাইথুনখুড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মোসলেম ও মুরসালিন বাবু।

রোববার (১৭ আগস্ট) সকালে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভোর ৪টা ৫০ মিনিটে কোতয়ালী থানার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় আসামী মুরসালিনের শয়নকক্ষের তালাবদ্ধ ট্রাংক তল্লাশি করে উক্ত অস্ত্র, গুলি ও মোবাইল ফোন উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

পরে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রে বিশ্বাসী এলিট ফোর্স র‌্যাব হত্যা, অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।