দিনাজপুর বার্তা২৪.কম :- প্রচন্ড শীতে কাতর দিনাজপুরের অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন ‘দিনাজপুরিয়া ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পরিবার’ এর সদস্যরা। গত শুক্রবার বিকেলে দিনাজপুরিয়া ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পরিবারের সদস্যরা শহরের রাজবাড়ী এলাকায় বৃদ্ধাশ্রম, আমবাড়ি, বিরল, চিরিরবন্দরসহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
দিনাজপুরিয়া ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পরিবারের সভাপতি মো : রেজওয়ানুর রহমান (রতন) ও যুগ্ন সাধারন সম্পাদক মো: মনির জামান বলেন, আমরা দিনাজপুর জেলার সন্তান। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থানে বাস করলেও জেলার মানুষদের এই দূর্ভোগের সময় বসে না থেকে নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের পাশে সাধ্যমত দাড়াঁনোর চেষ্টা করেছি। এই সংগঠনের সহ-সভাপতি মো : শামিম বলেন, আমরা এবার শুরু করেছি। আগামীতে আরো বেশি সংখ্যক মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় এবং আরো বেশি সংখ্যক মানুষকে কিভাবে এই কাজে সম্পৃক্ত করতে পারি আমরা সেই প্রচেষ্টা করছি।