ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের টেলিছবিতে পামেলা

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৫, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪ ডেক্স //  বিনোদন: মিস ইন্ডিয়াখ্যাত তারকা পামেলা সিং। বিপিএল আসর উপস্থাপনার পর এবার বাংলাদেশের টেলিছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বলিউড ও টলিউডের এ অভিনয়শিল্পী বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করবেন। আগামী ঈদুল ফিতর উপলক্ষে ‘অনুপমা’ শিরোনামের এই টেলিছবিটি নির্মিত হবে। এটি পরিচালনা করবেন আলম আশাদ মিন্টু।

এতে নাম ভূমিকায় অভিনয় করবেন পামেলা। তিনি একজন ডাক্তারের চরিত্র রূপায়ন করবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে পরিচালক আলম আশাদ মিন্টু বলেন, ‘আপাতত সব প্রস্তুতি শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে শুটিং শুরু করব। কলকাতায় টানা দুইদিন ও ঢাকায় একদিন দৃশ্যধারণের কাজ হবে। আগামী ঈদুল ফিতরে এন লিমিটেড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে টেলিছবিটি। এটি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।’

পামেলা সিং ভুতোরিয়া ২০০৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেমি ফাইনালিস্ট ছিলেন। এরপর জড়িয়ে যান স্টার স্পোর্টস, জুম টিভি ও সংগীত বাংলা চ্যানেলসহ নানা টিভি অনুষ্ঠান উপস্থাপনায়। রাতারাতি তারকাখ্যাতিও পেয়ে যান তিনি। শুধু উপস্থাপনা নয়, মডেলিং ও চলচ্চিত্রেও রয়েছে তার সফল পথচলা। বলিউডের ‘কাহানি’ ও টলিউডের ‘টান’ ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে বাংলাদেশের খেলাধুলা বিশেষ করে ক্রিকেট অঙ্গনেও তিনি পরিচিত মুখ। ২০১৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেট আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করেন তিনি। এর আগে পামেলা সিং ভুতোরিয়া নগর বাউলখ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে একটি এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে কাজ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।