দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
কমরেড মঈন উদ্দিন চিস্তি’র মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক
মোফাচ্ছিলুল মাজেদ মে ৬, ২০১৭, ৭:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭৫৭ বার |

দিনাজপুর বার্তা২৪.কম ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল হক ও সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান এক বিবৃতিতে বলেন, ৬ মে শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা কমিটির সাবেক সদস্য গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমরেড মঈন উদ্দিন চিস্তি ঢাকার সোহরাওয়ার্দ্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করায় গভীর শোক প্রকাশ করছে।

বিবৃতিতে উল্লেখ করেন, প্রয়াত নেতা কমরেড মঈন উদ্দিন চিস্তি ছাত্রাবস্থা থেকে বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতেন। পরবর্তীতে ওয়ার্কার্স পার্টির সদস্য পদ নিয়ে মৃত্যুর আগপর্যন্ত পার্টিতে জড়িত ছিলেন। এ দেশের গণমানুষের মুক্তির জন্য তিনি দীর্ঘদিন যাবত পার্টিতে থেকে লড়াই সংগ্রাম করেছেন। সাংস্কৃতির মাধ্যমে মেহনতি মানুষকে সমাজ পরিবর্তনের লক্ষ্যে উদ্বুদ্ধ করার জন্য গণসংগীত, নাটক, কবিতা এবং প্রামাণ্য চিত্র ইত্যাদির সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টি একজন বিপ্লবী সৈনিককে হারালো।

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO