দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরে রমজানে প্রতিদিন ফ্রিজের ঠান্ডা পানি বিতরন
মোফাচ্ছিলুল মাজেদ জুন ৮, ২০১৭, ৩:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭৫২ বার |

দিনাজপুর ॥ রোজা শেষে ইফতারির সময় পানির তৃষ্ণা মেঠাতে ফ্রিজের ঠান্ডা পানি বিতরন করেন দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়া এলাকার মাসুম। এ মহল্লায় ৯০ শতাংশ পরিবার অসহায়, গরীব, ও মধ্যবিত্ত। অধিকাংশ পরিবার ফ্রিজ ব্যবহার করতে পারে না। মাসুম কামাল ফ্রিজের থাকা সেই ঠান্ডা পানির চাহিদা মেঠাতে প্রতিদিন ইফতারির পুর্বে ৬টা থেকেই ফ্রিজের ঠান্ডা পানি বিতরন করতে শুরু করে। যারা নিতে আসেন না বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া হয়। গ্লাস, মগ, গামলা নিয়ে পানি নিতে আসে। প্রতিদিন ৬টার পর থেকেই মাসুমের বাড়ীর সামনে সারিবদ্ধ ভাবে ঠান্ডা পানি সংগ্রহ করে।

মাসুম আল কামাল জানান, অত্র এলাকায় অর্থ দিয়ে ঠান্ডা পানি ক্রয় ও ফ্রিজ ক্রয় করার ক্ষমতা সিংহভাগ মানুষেরেই নেই। সারাদিনের প্রখর রৌদ্র ও খরতাপ মানুষের  তৃষ্ণাকে বাড়িয়ে দেয়। মানুষে সেই তৃষ্ণা ফ্রিজের ঠান্ডা পানিতে ঠান্ডা করে পবিত্র মাহে রমজানে কিছু সওয়াব ও আল্লাহ নৈকট্য পাওয়ার আশায় প্রায় ৮ বছর যাবৎ রমজান মাসে প্রতিদিন ফিজের ঠান্ডা পানি বিতরন করে আসছি। আল্লাহ পাক পবিত্র মাহে রমজানে সকলের রোজা কবুল করুক এই প্রত্যাশা আশা আমাদের সকলের।

 

 

 

এই পাতার আরো খবর -
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৫ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
এশা রাত ৭:১১ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO