বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা ॥ সোমবার ভোর ৫টায় দিনাজপুর জেলার বোচাগঞ্জে সেলো মেশিন চালিত ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। দিনাজপুর থেকে চিকিৎসা শেষে রানীশংকৈল বাড়ী ফেরার পথে বোচাগঞ্জের আলমপুর নামক স্থানে ভটভটি উল্টে ঘটনা স্তলে মৃত্যু হয় ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামের জাল মোহাম্মদের ছেলে হায়দার আলী। এদূর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।