দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক বেলাল উদ্দীন শিকদারের শ্বাশুড়ী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মরহুম আবু বকরের স্ত্রী হুসনে আরা মঙ্গলবার ভোর ৬টায় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ৬নং নিউটাউনের তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় স্টাফ কোয়াটার মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং ফরিদপুর গোরস্তানে দাফনকার্য সম্পন্ন করা হবে। মরহুমার সকল আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে জানাজা ও দাফন কার্যে অংশ গ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এদিকে বেলাল উদ্দীন শিকদারের শ্বাশুড়ীর মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল গভীর শোক প্রকাশ করেছেন।##