দিনাজপুর ॥ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলার সকল দপ্তরের অংশ গ্রহণে বিশাল আনন্দ র্যালী এবং পরে জেলা প্রশাসক কার্যালয়ে ‘নিম্ন-আয়ের’ দেশ থেকে ‘নিম্নমধ্য-আয়ের’-দেশে বাংলাদেশকে উত্তরণ উদযাপন উপলক্ষে “এলডিসি ক্যাটাকরি হতে বাংলাদেশের উত্তরণ ভবিষ্যৎ সম্ভাবনা” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান থেকে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সকল দপ্তরের অংশ গ্রহণে এবং আনন্দ র্যালীর শোভাযাত্রায় হাতি, ঘোড়ার গাড়ী, হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকি, রঙ-বেরঙের ফেস্টুন-ব্যানার ও বেলুনের বর্ণাঢ্য সাজে স্মরণাতীতকালের বিশাল আনন্দ র্যালী শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, র্যাব, রেলওয়ে পুলিশসহ বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, এনজিওসহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান র্যালীতে অংশ নেন। জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুর, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বিপিএম, সাবেক এমপি সুলতানা বুলবুল, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাছুম সারওয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ মওলা বক্স চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ মিছিলে অংশ নেন। র্যালী শেষে সকাল টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুরের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ড. মোঃ মাসুদুল হক। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ মাসুদ রানা, সিভিল সার্জন ডাঃ মওলা বক্স চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, কৃষি স¯প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তৌহিদুল ইকবাল, পিএসটিসির ফিল্ড সুপার ভাইজার মোঃ মামুনুর রহমান জুয়েল, জেলা মৎস্য কর্মকর্তা শাহ্ ইমাম জাফর সাদেক, জিলা স্কুলের শিক্ষার্থী রায়হান হাবিব প্রমুখ। বক্তারা বলেন, দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। দেশের সাফল্য ধরে রাখতে এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগান মাদকমুক্ত দেশ গড়তে চান। তার এই শ্লোগানকে বাস্তবায়ন করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাদকমুক্ত সমাজ গড়তে পাঠদান করতে হবে। মাদক বিক্রি ও সরবরাহের কাজে যেই জড়িত হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশের খাদ্যের ভান্ডার হিসেবে পরিচিতি দিনাজপুর জেলার উৎপাদিত চাল বিশেষ করে কাঠারী ভোগ, লিচু, আম, জাম, কাঠাল সংরক্ষণের জন্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।