
দিনাজপুর বার্তা২৪.কম : দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এর অভিযানকারী দল পরির্দশক মোঃ গোলাম রব্বানীর নেতৃত্বে ১৬ এপ্রিল সোমবার দিনাজপুর শহরের মালদাহপট্টি এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৪ শত পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
ঘটনা সুত্রে জানা যায় যে, ১৬ এপ্রিল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের মালদাহপট্টি এলাকায় একটি আবাসিক হোটেল থেকে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এর একটি দল অভিযান করে সেখান থেকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হাকিমপাড়া এলাকার রশিদ আহমেদ-এর পুত্র মোঃ শহিদুল ইসলাম (২৪)কে ৪ শত পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতা শহিদুল গত ১৩ এপ্রিল থেকে বাংলা নববর্ষকে সামনে রেখে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। দিনাজপুর জেলা ডিএনসি’র পরির্দশক মোঃ গোলাম রব্বানী বাদী হয়ে আটককৃত মাদক বিক্রেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।