স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন (রেজিঃ নং-রাজঃ ২৩৯৪) এর বার্ষিক সাধারণ সভা ২ মে বুধবার দিনাজপুর রাজবাড়ী সুখসাগরে অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ব্যাপারীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, উপদেষ্টা কামরুল হুদা হেলাল, কাশী কুমার দাস, আল মামুন, সাবেক পৌর প্যানেল মেয়র আলতাফ হোসেন, ইউনিয়নের সাবেক সভাপতি ছবিলাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রবীন হকার্স ইউনিয়নের সদস্য আব্দুস সামাদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হকার্স ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল সরকার। দ্বিতীয় পর্বে ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ব্যাপারীর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী। আয় ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। মুক্ত আলোচনা করেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ নয়ন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জুয়েল প্রমুখ। উপস্থিত সদস্যবৃন্দ প্রতিবেদন দুটির উপর আলোচনা শেষে হাত তুলে তা অনুমোদন প্রদান করেন।