দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্ষিয়ান আইনজীবী এ্যাডভোকেট খতিবুদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান জাহানী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম সরকার।
এক শোক বার্তায় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, জেলা আইনজীবী সমিতি একজন প্রবীন ব্যক্তিত্বকে হারালো, যা কখনো পূরণ হবার নয়। নেতৃবৃন্দ তার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর দিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট খতিবুদ্দিন আহমদের মৃত্যুতে ২৭ মে রোববার বেলা ১২ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে, সাড়ে ১২ টায় জেলা আইনজীবী সমিতিতে স্মরণ সভা ও দুপুর ২ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। উক্ত সকল কর্মসূচীতে জেলা আইনজীবী সমিতির সম্মানিত সকল আইনজীবীগণকে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।