দিনাজপুর বার্তা২৪ ডেক্স: দিনাজপুর প্রেসক্লাব ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর মাতা মীরা বকসী শনিবার বিকেল পৌনে ৪টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান।
শনিবার রাত ৮টায় শহরের ফুলতলা শ্মশানঘাটে প্রয়াত মীরা বকসীর শেষ কৃত্য সম্পন্ন করা হবে । তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, অরবিন্দ শিশু হাসপাতাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।##