দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২ পিচ ফেন্সিডিলসহ মোকারম হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ ।
আজ বুধবার সকাল ১০ টায় দিনাজপুর র্যাব-১৩ অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান।
আটক মাদক ব্যবসায়ী মোকারম হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের জয়মুদ্দিন হোসেনের ছেলে ।
দিনাজপুর র্যাব -১৩ অধিনায়ক সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাব-১৩ এর অভিযানিক দল মঙ্গলবার রাত ৯ টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার মির্জাপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্লাষ্টিক দিয়ে রেপিং করা ১ হাজার ২ পিচ ফেন্সিডিল কয়েকটি বস্তায় মধ্যে নিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে মাইক্রোবাসের অপেক্ষায় থাকা অবস্থায় মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই দীর্ঘ ধরে অবৈধ মাদক দ্রব্য ব্যবসার জড়িত ও উক্ত ফেন্সিডিল সে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে ।
এবিষয়ে দিনাজপুর বিরামপুর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।