![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
স্টাফ রিপোর্টার :- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার বিশেষ সাধারণ সভা নিমতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলার পৌর কমিটির সভাপতি হিসেবে রনজিৎ কুমার দাস, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস এবং উদয়ন চন্দ্র রায় কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য সুনীল চক্রবর্তী বলেন, আগামী ৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির নির্দেশে দিনাজপুর জেলা শাখার কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন করে জেলা কমিটি গঠন করা হবে। আমরা চাই আনন্দ মুখোর পরিবেশে জেলা কমিটি গঠন করা হউক। শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, গৌর চন্দ্র শীল, কাহারোল উপজেলার সভাপতি রাজেন্দ্র দেব নাথ, বীরগঞ্জ কমিটির সভাপতি মহেষ চন্দ্র রায়সহ ১৩ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকগণ। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। সভাপতির বক্তব্যে স্বরূপ বকসী বাচ্চু বলেন বর্তমান দেশে করনা ভাইরাসের আতঙ্কে দেশবাসী আতঙ্কিত রয়েছে। তার পরও আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সকল কাউন্সিলরদের নিয়ে বৃহত্তর পরিসরে জেলা কমিটি গঠন করার ব্যবস্থা করবো।