ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দশমাইলে যাত্রা শিল্পিদের ত্রান বিতরণ

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১৮, ২০২০ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ষ্টাফরিপোটারঃ আবহমান বাংলার যাত্রা শিল্পে আজ সংকটময় অবস্থা বিরাজ করছে যেন ঝিমিয়ে পড়েছে। এই শিল্পকে পুনঃ জীবিত করতে হবে।
বাংলার সাংস্কৃতি যাত্রা শিল্প অনেক পুরনো। তাই যাত্রা শিল্পকে রক্ষা করতে অশ্লিলতাকে বিদায় দিতে হবে। আবার নতুন ভাবে জাগিয়ে তুলতে হবে এই শিল্প। যাত্রা শিল্প দর্শন অনেক পুরনো। যাহা মানব জীবনের অনেক ভূল ভাঙ্গিয়ে দেয়, আবার অন্যায়ের বিরুদ্ধে, যাত্রা শিল্প নিরহ মানুষকে প্রতিবাদি করে গড়ে তুলতে কাজ করে। সামজের কুঃসংস্কার দূর করে, মানুষের ভুল ভাঙ্গিয়ে দেয়। যাত্রার বিবেকের গানে মানুষের বিবেক জাগ্রত হয়। আজ যাত্রা শিল্পের করুন অবস্থার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন, তাই আপনারা সরকারি ত্রান থেকে বাদ পড়বেন না। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে, বাংলাদেশ যাত্রা ফেডারেশন দিনাজপুর জেলা শাখার আহবানে সাড়া দিয়ে অবহেলিত নিপিড়িত ও নির্যাতিত যাত্রা শিল্পিদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।
১৮ এপ্রিল দিনাজপুর জেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের দশমাইলস্থ শিব মন্দির প্রাঙ্গনে বিকাল ৩ ঘটিকার সময় বাংলাদেশ যাত্রা ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি এ্যাড দ্বিজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও সম্পাদক প্রভাষক বিকাশ চন্দ্র রায়ের সঞ্চালনায় যাত্রা শিল্পিদের ত্রান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাজেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বজলুর করিম বাবলু, দশমাইলের বিশিষ্ট ব্যবসায়ী যোগেশ চন্দ্র রায়, যাত্রা ফেডারেশনের যুগ্ন-সভাপতি কাজী হারেজ, যাত্রা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মুক্তি রায়, সঞ্জয় কুমার রায়, স্বপন কুমার রায়, রেনু বেগম, রবীন্দ্র নাথ বর্ম্মণ, দয়ারাম রায় প্রমূখ। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।