ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

নতুন দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ২০, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম : নতুন দায়িত্ব নিলেন ডেভ হোয়াটমোর। বাংলাদেশের সাবেক কোচকে ক্রিকেট পরিচালক করেছে ভারতের বারোদা। প্রাথমিকভাবে দুই বছরের জন্য হোয়াটমোরের সঙ্গে চুক্তি করেছে তারা। ১৯৯৬ আসরে হোয়াটমোরের কোচিংয়ে বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ২০০৩ থেকে চার বছর ছিলেন বাংলাদেশের কোচ। পরে পাকিস্তান ও জিম্বাবুয়েরও কোচ ছিলেন তিনি। অনেক দিন ধরেই কাজ করছেন ভারতের রাজ্য ক্রিকেটে। ২০১৭-১৮ মৌসুমে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেন হোয়াটমোর। তার দায়িত্বকালে ২০১৮-১৯ মৌসুমে প্রথমবারের মত রঞ্জি ট্রফিতে সেমি-ফাইনাল খেলে কেরালা। তিন বছর ছিলেন সেখানে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচও ছিলেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোকে হোয়াটমোর জানিয়েছেন, বারোদার তরুণ ক্রিকেটাদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। “আমি অবশ্যই সিনিয়র দলের কোচের দায়িত্ব পালন করব। কিন্তু এটা ছাড়াও স্থানীয় কোচদের সঙ্গে নিয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ে এমন একটা কাঠামো তৈরি করতে চাই যেখান থেকে নিয়মিত ক্রিকেটার উঠে আসবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।