ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ২৪, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার পল্লীতে ডাকাতি প্রস্ততিকালে একটি মাইক্রোবাস ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতদের হামলায় একজন উপ-পরিদর্শকসহ (এসআই) ৪ পুলিশ সদস্য আহত হয়। 


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধায় দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়ইল মিরাজপাড়া এলাকায় পুলিশ উক্ত অভিযান চালায়। 


আটককৃতরা হলো- একই এলাকার বড়ইল বিহারীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রাশেদ শেখ (৩৮), দাউদ রহমানের ছেলে রাকিব হোসেন (২৫), মৃত আব্দুল জলিলের ছেলে মাহবুব আলী শেখ (৩৯) ও বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আবু মুসা (২৬)। 


দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, একটি সিলভার রংয়ের কেডিএস মডেলের মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৩-৪৮৪৭) উদ্ধার করা হয়।

আটকৃতরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাদদের হামলায় আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।