
স্টাফ রিপোর্টার : দিনাজপুর পৌর এলাকায় কোভিড-১৯ ভাইরাসের সংক্রমন হার বৃদ্ধি পাওয়ায় শহরবাসীকে শতভাগ মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষে মালদহপট্রি ব্যবসায়ী সমিতির উদ্যোগে “সচেতনতা বুধ” স্থাপন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সচেতনতা বুধ থেকে পথচারী ও ক্রেতাদের মাস্ক ব্যবহারে সচেতন করেন মালদহপট্রি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

এর আগে শনিবার (৮ আগস্ট) মালদহপট্রি ব্যবসায়ী সমিতি শহরবাসীকে শতভাগ মাস্ক ব্যবহারে সচেতনতা করতে স্থাপন করে “সচেতনতা বুধ”। এছাড়া মালদহপট্রি ব্যবসায়ী সমিতির উদ্যোগে অত্র এলাকার দোকান-ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে মাইকিং প্রচারের মাধ্যমে শতভাগ মাস্ক ব্যবহারে সচেতনতা করছে সাধারন মানুষদের। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ লিফলেট ও পথচারীদের মধ্যে সচেতনা বৃদ্ধি করতে মাস্ক ব্যবহারে উৎসাহিত করে।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি বিজয় চৌধুরী, সহ সভাপতি আব্দুল হাই মিনু, সাধারণ সম্পাদক এম প্রমেল, সহ সম্পাদক উদ্দীপ ভৌমিক, কোষাধ্যক্ষ আলমগীর আলী চৌধুরী, দপ্তর সম্পাদক লুৎফর রহমান লেবু, প্রচার সম্পাদক মিজানুর রহমান লিমন, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইকবাল, নির্বাহী সদস্য সুদিপ ডাল মিয়া, সদস্য শাহ্ কামাল, ঈস্বর চৌধুরী, সোহেল প্রমূখ। উল্লেখ থাকে যে, মালদহপট্রি এলাকায় অবস্থিত সকল ব্যবসা প্রতিষ্ঠানে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া মাস্ক ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা করে লিফলেট টাঙ্গিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।