ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে কর্মশালা অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
অক্টোবর ২২, ২০২০ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার \ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ সড়ক উপহার দিতে নিজ নিজ অবস্থান থেকেই আমাদের কাজ করতে হবে। প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব। পৌরসভার দায়িত্ব হলো রাস্তাঘাট সংস্কার করা। জন সাধারণের নৈতিক কর্তব্য হলো রাস্তা চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেট ব্যবহার করা। নিরাপদ সড়ক বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। পাঠ্যপুস্তকে নিরাপদ সড়কের বিষয়ে অন্তর্ভুক্ত করতে পারলে আমাদের সন্তানরা সচেতন হবে।
“মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ”-এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২২ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুরের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মমিনুল করিম। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুরের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোহাম্মদ মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্য সনৎ চক্রবর্তী লিটু, মুক্তিত হায়দার শিপন ও মোঃ আইনুল। সঞ্চালকের দায়িত্ব পালণ করেন নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা কমিটির সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।