ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে এবারে সর্বনিম্ন ফিতরা ৬০ সর্বোচ্চ ১০০৫ টাকা নির্ধারণ

দিনাজপুর বার্তা
এপ্রিল ২২, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে এবারের ফিতরা সর্বনিম্ন ৬০ টাকা ও সর্বোচ্চ ১০০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দিনাজপুর ইমাম-ওলামা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে নিউটাউন জামিয়া আরাবিয়া মাদরানায় দিনাজপুর ইমাম-ওলামা সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন দিনাজপুর ইমাম-ওলামা সমিতির সভাপতি আলহাজ¦ মাওলানা মতিউর রহমান কামেসী। সভায় দিনাজপুর ইমাম-ওলামা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রফিকুল্লাহ মাজাহেরী, নিউটাউন জামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ শরিফুল ইসলাম, জামেয়াতুস্ সুন্নাহ মাদরাসার মুহতামিম আলহাজ¦ মাওলানা সোহরাব হোসাইন, নিউটাউন জামিয়া আরাবিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা বেলাল হোসাইন, মুফতি মাওলানা আব্দুল হামিদ, গাউসতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সোহরাব হোসাইন কাসেমীসহ অন্যান্য আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আটা, খেজুর ও কিসমিস এই তিনটি পণ্যের স্থানীয় বাজার দর অনুযায়ী দিনাজপুর এলাকার জন্য এবারের ফিতরা নির্ধারণ করা হয়। আটা দিয়ে সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা, খেজুর দিয়ে সর্বনিম্ন ৮৪০ টাকা ও কিসমিস দিয়ে সর্বনিম্ন ফিতরা ১০০৫ টাকা নির্ধারণ করা হয়। উপরে বর্ণিত পরিমাণ অনুযায়ী সাধ্যমত সকলকে ফিতরা আদায় করার জন্য অনুরোধ করা হয়। সভা শেষে দেশ জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
সভা শেষে দিনাজপুর ইমাম-ওলামা সমিতির সভাপতি আলহাজ¦ মাওলানা মতিউর রহমান কাসেমী এ তথ্য নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।