
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এতথ্য জানা গেছে।
করোনায় মারা যাওয়া দুই নারী হলেন-দিনাজপুর সদর উপজেলার নুরেসাত বেগম ও বীরগঞ্জ উপজেলার আলেকা বেগম।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ১২ এপ্রিল নুরেসাত বেগমের নমুনা সংগ্রহ করা হয়। ১৩ এপ্রিল দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করে তার করোনা শনাক্ত করা হয়। এদিকে ১১ এপ্রিল বীরগঞ্জে আলেকা বেগমের নমুনা সংগ্রহ করা হয়। ১৪ এপ্রিল পরীক্ষায় তার করোনা শনাক্ত করা হয়।
শনাক্ত হওয়ার পর থেকে নুরেসাত বেগম দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও আলেকা বেগম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০৬ জনে।
দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন ১১ জনসহ এ পর্যন্ত ৪৮৪৭ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৫২৬৮ জনের মধ্যে ৪৮৪৭ জন সুস্থ ও ১০৬ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ৩১৫ জন।
এদিকে ২৩ এপ্রিল শুক্রবার পর্যন্ত জেলায় ১ লাখ ৩১ হাজার ০৫৩ জন করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫২৬৮ জনে পৌঁছেছে। আক্রান্ত ১১ জনের মধ্যে সদর উপজেলাতেই ৬ জন। এছাড়া বোচাঞ্জে ১ জন, ফুরবাড়ীতে ১ জন, খানসামায় ১ জন ও পার্বতীপুর উপজেলায় ১জন। একই সময়ে নতুন ১১ জনসহ এ পর্যন্ত ৪৮৪৭ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার আক্রান্তের হার ছিল ১১ দশমিক ০ শতাংশ।
মোট আক্রান্ত ৫২৬৮ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ২৮৬৩ জন। এছাড়া বিরলে ৩০৯, বিরামপুরে ৩৩০ জন, বীরগঞ্জে ১৬৩ জন, বোচাগঞ্জে ১৫৩ জন, চিরিরবন্দরে ২১৭ জন, ফুলবাড়ীতে ১৮৫ জন, ঘোড়াঘাটে ৯২ জন, হাকিমপুরে ৮৮ জন, কাহারোলে ১৭১ জন, খানসামায় ১১৮ জন, নবাবগঞ্জে ১৪৪ ও পার্বতীপুর উপজেলায় ৪৩৫ জন।
আর মোট মৃত ১০৬ জনের মধ্যে সদর উপজেলায় ৪৪, বিরলে ৭ জন, বিরামপুরে ৬ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৪ জন, চিরিরবন্দরে ১০ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ৮ জন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ১২৭টি নমুনাসহ এ পর্যন্ত ৩৯৪৮৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১১৩টিসহ এ পর্যন্ত ৩৬৭৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৪৫ জনসহ এ পর্যন্ত ৩১৭৯৭ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫১ জনসহ ৩১২৬৮ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ২৯২ জন ও হাসপাতালে ২৩ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
এদিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহ মোঃ এজাজ-উল-হক জানান, ১ লাখ ৩১ হাজার ০৫৩ জন করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।