ঢাকারবিবার , ২৫ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু নতুন ২৪ জনসহ মোট আক্রান্ত ৫২৯২

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৫, ২০২১ ৩:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ২৪ জনসহ এ পর্যন্ত ৫২৯২ আক্রান্ত হয়েছেন। নতুন ৯ জনসহ এ পর্যন্ত ৪৮৫৬ জন সুস্থ হয়েছেন। তবে আক্রান্ত ৫২৯২ জনের মধ্যে ৪৮৫৬ জন সুস্থ ও ১০৮ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ৩২৮ জন।
এদিকে ২৪ এপ্রিল শনিবার পর্যন্ত জেলায় ১ লাখ ৩১ হাজার ২৪৮ জন করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। আর এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১৮৭ জনকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী দুইজনের মধ্যে চিরিরবন্দরে একজন ও সদর উপজেলায় একজন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫২৯২ জনে পৌঁছেছে। নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে সদর উপজেলাতেই ১০ জন। এছাড়া বিরলে একজন, বিরামপুরে একজন, চিরিরবন্দরে একজন, ফুলবাড়ীতে ৫ জন, হাকিমপুরে একজন ও পার্বতীপুর উপজেলায় ৫ জন। একই সময়ে নতুন ৯ জনসহ এ পর্যন্ত ৪৮৫৬ জন সুস্থ হয়েছেন। গতকাল শনিবার আক্রান্তের হার ছিল ১৭ দশমিক ৯১ শতাংশ।
মোট আক্রান্ত ৫২৯২ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ২৮৭৩ জন। এছাড়া বিরলে ৩১০, বিরামপুরে ৩৩১ জন, বীরগঞ্জে ১৬৩ জন, বোচাগঞ্জে ১৫৩ জন, চিরিরবন্দরে ২১৮ জন, ফুলবাড়ীতে ১৯০ জন, ঘোড়াঘাটে ৯২ জন, হাকিমপুরে ৮৯ জন, কাহারোলে ১৭১ জন, খানসামায় ১১৮ জন, নবাবগঞ্জে ১৪৪ ও পার্বতীপুর উপজেলায় ৪৪০ জন।
আর মোট মৃত ১০৮ জনের মধ্যে সদর উপজেলায় ৪৫, বিরলে ৭ জন, বিরামপুরে ৬ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৪ জন, চিরিরবন্দরে ১১ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ৮ জন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ৬৩টি নমুনাসহ এ পর্যন্ত ৩৯৫৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৩৪টিসহ এ পর্যন্ত ৩৬৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৯৮ জনসহ এ পর্যন্ত ৩১৮৯৫ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৭ জনসহ ৩১৩২৫ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৩১২ জন ও হাসপাতালে ১৬ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
এদিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহ মোঃ এজাজ-উল-হক জানান, ২৪ এপ্রিল শনিবার পর্যন্ত জেলায় ১ লাখ ৩১ হাজার ২৪৮ জন করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। আর এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১৮৭ জনকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। শনিবার করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ হরেছেন ৩৭১ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩৫৩৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।