ঢাকাশনিবার , ২৭ নভেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

শুদ্ধাচার প্রতিষ্ঠায় দিনাজপুর আদালতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
নভেম্বর ২৭, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।
দিনাজপুরে শুদ্ধাচার প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধে আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনাজপুর জেলা জজ কোর্ট আদালত মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন, দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র দিনাজপুর জেলা কমিটির সভাপতি আজিজ আহমদ ভূঞা। স্বাগত বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভ্ঞূা বলেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজের সকল নাগরিকের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কারণ আইনের শাসনের সাথে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবধিকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলোচনা সভায় দিনাজপুর জেলা ও দায়রা জজ এ.এস.এম তাসকিনুল হক বলেন, আদালতে সুসাসন প্রতিষ্ঠায় কর্মকর্তা ও কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচারক ও তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে বিচার প্রার্থীর হয়রানি হওয়ার সম্ভাবনা থাকে। তিনি অফিসের উর্ধ্বতন কর্মকর্তা ও জনসাধারণের সহিত আচরণ, পোশাক পরিচ্ছদ সম্পর্কে আলোচনা ও করোনাকালে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও নথি ব্যবস্থার শুদ্ধাচারের উপরে বিস্তারিতভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় অফিস পরিদর্শন, রেকর্ড ব্যবস্থাপনা ও দাপ্তরিক কর্মসম্পাদনে শুদ্ধাচার নিয়ে আলোচনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বি.এম তারিকুল কবীর। এডিআর কার্যক্রম ও তার প্রয়োগ বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান মন্ডল। দিনাজপুর জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মহিদুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এস.এম রেজাউল বারী। প্রশিক্ষণ কর্মসূচী শেষে কর্মশালায় অংশগ্রহনকারী কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভ্ঞূা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।