ঢাকাশনিবার , ২৬ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা -হুইপ ইকবালুর রহিম এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৬, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : ২৬ মার্চ দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর সুর্যোদয়ের সাথে সাথে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এরপর পরই দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়র হোসেন বিপিএম, পিপিএম (বার), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের পক্ষে সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু। এ ছাড়া জেলা আওয়ামীলীগ, শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ, জেলা ও শহর মহিলা লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতী লীগ, যুব মহিলা লীগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
অপরদিকে দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন আয়োজিত বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।


প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে বলেন স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এগিয়ে আসতে হবে। তিনি আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচেছ উল্লেখ করে বলেন, ষড়যন্ত্রকারীদের চিহিৃত করে স্বাধীনতা রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল ম্ঈুদ, জেলা মুুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সাইদুর রহমান, সদর উপজেলার সাবেক কমান্ডার মোঃ লোকমান হাকিম, জোনাল সেটেলমেন্ট অফিসার ছামসুল আযম, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ। সঞ্চালনে ছিলেন সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।