দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
তৈয়ব চৌধুরী সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির সদস্য নির্বাচিত
মোফাচ্ছিলুল মাজেদ মে ১৪, ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ১৯০ বার |

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর : দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক ও সমাজকর্মী মো. তৈয়বউদ্দীন চৌধুরী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণমূলক জাতীয় প্রতিষ্ঠান সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গত ১০ ও ১১ মে সুইড বাংলাদেশ এর ঢাকাস্থ ইস্কাটন গার্ডেনের প্রধান কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিলের নির্ধারিত তারিখ ছিল। ঐ তারিখের মধ্যে জাতীয় কমিটির ২৭টি পদের জন্য ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। তৈয়বউদ্দীন চৌধুরী জাতীয় নির্বাহি কমিটির সদস্য পদে মনোনয়নপত্র দাখিলের সময় সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সাবেক সভাপতি ও জাতীয় কাউন্সিলর আজহারুল আজাদ জুয়েল উপস্থিত ছিলেন। ২৭টি পদে মনোনয়ন পত্র দাখিলকারিগণ হলেন সভাপতি- ফরিদ আহমেদ ভূঁইয়া, সহসভাপতি- মির্জা আজম এমপি, দিলারা মোস্তফা, অধ্যক্ষ মূহম্মদ শাহ আলম, অ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদার ও ড. সেলিনা আখতার, মহাসচিব- মো. মাহবুবুল মুনির, যুগ্ম মহাসচিব- ইমেলদা হোসেন দীপা ও আবুল কাশেম সানি, অর্থ সচিব- জোবায়েদুর রহমান মিলন, সাংগঠনিক সচিব- মাকসুদ আহমেদ শিকদার, প্রচার ও প্রকাশনা সচিব- বকুল চন্দ্র মোহন্ত, ক্রীড়া সচিব- কামরুননেছা আশরাফ দিনা, সাংস্কৃতিক সচিব- রশিদা জেসমিন রোজী, কল্যান ও পুনর্বাসন সচিব- ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী এবং সদস্য- মাহমুদুল হক তাহের, মো. আব্দুর রাজ্জাক, সালেহ মোহাম্মদ, ফকির আবু হাসান মোহাম্মদ ইউসুফ সোহেল, আব্দুল মান্নান মানু, দীপঙ্কর অধিকারী, মো. রেজওয়ান মিয়া, তৈয়বউদ্দীন চৌধুরী, মির্জা মো. মনছুরুল হক, আবুল কালাম আজাদ সেলিম, আখতার হোসেন ও শাহ-পরি বেগম। প্রতি পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করায় এবং যাচাই-বাছাইয়ে সবগুলোই বৈধ হওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন বলে জানান সুইড বাংলাদেশ এর নির্বাচন কমিশনার বদরুল মান্নান। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আগামী ২৭ মে। তফসীল অনুযায়ী ঐদিন ভোট গ্রহন ও ফলাফল ঘোষনার নির্ধারিত তারিখ রয়েছে। ঐ তারিখে সুইড এর কেন্দ্রীয় সাধারন সভাও অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তৈয়বউদ্দীন চৌধুরী সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সাবেক সভাপতি ও জাতীয় কাউন্সিলর।

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO