দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
বিদেশে পাচার হওয়া ৭৫০ নারী ও শিশুকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫৪২ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: গত বছর বিদেশে পাচার হওয়া ৬৫০ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। আরো ৭৫০ জনকে বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। শুক্রবার সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধবিষয়ক আইনের ওপর সংবাদকর্মীদের নিয়ে এক কর্মশালায় এসব কথা বলেন আয়োজকরা। শহরের একটি হোটেলে ওই আয়োজন করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও শিশুবিষয়ক বেসরকারি সংস্থা পিসিটিএসএন। আয়োজকরা জানান, শিশু পাচার একটি বড় ধরনের অপরাধে পরিণত হয়েছে। এই পাচাররোধে এখন সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতার মধ্য দিয়ে সমাজের এই ব্যাধি নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মশালায় শিশু সুরক্ষায় শুধু পাচার নয় বাল্যবিবাহরোধ, দারিদ্র্যবিমোচন, মা ও শিশুর পুষ্টি বৃদ্ধি, মানবপাচার প্রতিরোধ সেলের তৎপরতা ও পাচার রুটগুলোর ওপর কঠোর নজরদারির ওপর গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন মহিলা আইনজীবী সমিতির প্রকল্প পরিচালক মালিহা সুলতানা, জেলা সমন্বয়ক নাসিমা খাতুন, পিসিটিএসএনের আঞ্চলিক সমন্বয়ক মোহিত হোসেন প্রমুখ।

এই পাতার আরো খবর -
১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:১৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:০৫ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৪৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:৫৬ অপরাহ্ণ
এশা রাত ৮:২৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO