দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
সিরিয়ার কারাগারে বিমান হামলায় নিহত ১৬
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ৩:৪০ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৭৯ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স‹: সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি কারাগারে বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতের এ হামলায় কারাগারের বন্দি ও কর্মী উভয়েই নিহত হয়েছেন বলে গতকাল শনিবার জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশ ইদলিব। এসব বিদ্রোহীদের মধ্যে কট্টরপন্থি জঙ্গিগোষ্ঠীগুলোও রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চাইছে এসব বিদ্রোহী গোষ্ঠীগুলো। মিত্র রাশিয়ার যুদ্ধবিমানগুলোকে সঙ্গে নিয়ে ইদলিবে বিদ্রোহী অবস্থানগুলোর ওপর ব্যাপক বোমাবর্ষণ করছে সিরিয়ার বিমান বাহিনী। যুক্তরাজ্য-ভিত্তিক অবজারভেটরি জানিয়েছে, বিমান হামলায় কারাগারটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে সে অংশ দিয়ে বন্দিরা পালানোর উদ্যোগ নিলে তাদের গুলি করে মারা হয় বলে খবর পেয়েছে তারা। কারাগারটিতে নিহত ১৬ জনের মধ্যে দুজন কারারক্ষী রয়েছেন। সরকারি বাহিনী ও তাদের মিত্রদের চাপের মুখে সিরিয়ার বিভিন্ন এলাকার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলো ছেড়ে আসা বিদ্রোহী যোদ্ধারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে এসে জড়ো হয়েছেন। ইদলিবের কিছু অংশ তুরস্ক সমর্থিত বিদ্রোহী ও ফ্রি সিরিয়ান আর্মির দখলে থাকলেও অন্যান্য এলাকাগুলো কট্টরপন্থি জঙ্গিগোষ্ঠী আহরার আল শাম ও তাহরির আল শামের দখলে আছে। তাহরির আল শাম নুসরা ফ্রন্টের একটি শক্তিশালী অঙ্গসংগঠন। নুসরা ফ্রন্ট একসময় আল কায়েদার সিরিয়া শাখা হিসেবে কাজ করতো।

এই পাতার আরো খবর -
২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO