ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

চীনে বিদ্যুৎ কেন্দ্রে সরঞ্জাম ধসে ৯ জনের মৃত্যু

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৫, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি বিদ্যুৎ কেন্দ্রে সরঞ্জাম ধসে নয় জনের মৃত্যু ও অপর দুই জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।

আউটার কংহুয়া ডিস্ট্রিক্ট এর স্থানীয় সরকার সূত্রে জানা গেছে, প্রাদেশিক রাজধানী গুয়াংঝৌয়ে স্থানীয় সময় সকাল আটটার দিকে ৭ নম্বর থেরমাল বিদ্যুৎ কেন্দ্রে ধসের ঘটনাটি ঘটে।

নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রটি কংহুয়ায় অবস্থিত।

সরকার এই ঘটনায় একটি তদন্ত শুরু করেছে।

 

 

 

 

 

আফ্রিকায় ১১ কোটি ৬০ লাখ শিশুকে পোলিও টিকা দেয়া হবে : জাতিসংঘ

দিনাজপুর বার্তা২৪ ডেক্স‹:  পশ্চিম ও মধ্য আফ্রিকার ১৩ টি দেশে ১১ কোটি ৬০ লাখ শিশুকে পোলিও টিকা দেয়া হবে। এসব দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া পোলিও মোকাবেলায় এক লাখ ৯০ হাজারের বেশী টিকা দানকারি এ কাজে অংশ নেবেন। জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক গত শুক্রবার একথা জানান।

এ মহাদেশে ছড়িয়ে পড়া পোলিও মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে বেনিন, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শাদ, ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গো, গিনি, লাইবেরিয়া, মালি, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া ও সিয়েরালিওনে একযোগে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা দেয়া হবে।

হক বলেন, আফ্রিকায় এ যাবতকালের মধ্যে এ ধরনের যত পোলিও টিকা দান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে সেগুলোর মধ্যে এটি সবচেয় বড় কর্মসূচি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ জানায়, এ মহাদেশে বিস্তার লাভ করা পোলিও মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে ১৩ টি দেশের পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে একযোগে পোলিও টিকা দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।