ঢাকাশনিবার , ১৭ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ফের রেকর্ড ভাঙল ভারত, শনাক্ত ২ লাখ ১৭ হাজার

দিনাজপুর বার্তা
এপ্রিল ১৭, ২০২১ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ২ লাখ পেরিয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭। শুক্রবার সকালে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে পর পর তিন দিন দৈনিক মৃত্যু হয়েছে হাজারের বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ১ হাজার ১৮৫ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন কোভিডে প্রাণ হারালেন ভারতে। দৈনিক সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। এখন দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। একই শয্যাতে থাকতে হচ্ছে একাধিকজনকে। কেউ কেউ আবার শয্যা না পেয়ে চেয়ারে বসেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।