ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

অক্সিজেন ট্যাংকে ছিদ্র হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু

দিনাজপুর বার্তা
এপ্রিল ২২, ২০২১ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতের মহারাষ্ট্র রাজ্যে নাসিকে একটি হাসপাতালে ভেন্টিলেটরে থাকা ২২ জন করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এ কথা জানিয়েছেন। একটি স্টোরেজ ট্যাংকে অক্সিজেন লিকেজ হওয়ার কারণে ওই রোগীদের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার পর তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তোপে। নাসিক পৌরসভা করপোরেশন পরিচালিত একটি হাসপাতালে ওই রোগীরা চিকিৎসা নিচ্ছিলেন। ওই হাসপাতালের নাম জাকির হোসেন হাসপাতাল। তোপে বলেন, আমরা যতদূর জেনেছি অক্সিজেন ট্যাংকে ছিদ্র পাওয়া গেছে। এই ট্যাংক থেকে এই রোগীদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। কিন্তু ট্যাংকে ছিদ্র থাকায় অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয়ে এই রোগীদের মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি বলেন, মহারাষ্ট্র সরকার এই ঘটনা খতিয়ে দেখবে এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। তদন্ত শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। স্টোরেজ প্লান্টে ছিদ্র হয়ে অক্সিজেন বের হয়ে যাচ্ছে এমন একটি ভিডিও বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।